সাম্প্রতিক সময়ে ওয়াসার এমডি তাসকিন আহমেদ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি রয়েছে, এমন খবর প্রকাশিত হয়েছে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে। আর এই সংবাদ প্রকাশের পর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে এমডি তাসকিন আহমেদ খান দাবি করেছেন যুক্তরাষ্ট্রে তার একটিমাত্র বাড়ি রয়েছে, যেটা তার স্ত্রীর নামে। এদিকে এই সংবাদের পর বিরোধী দলীয় অনেক নেতা সরকারের দোষারোপ করা শুরু করেছেন এবার এ বিষয়ে কথা বলেছেন ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নূর।
তিনি বলেন, তাসকিম এ খানের বিরুদ্ধে খানের বিরুদ্ধে এত অভিযোগ, এবং আজ নয়, আমি, মনে হয় গত পাঁচ বছর ধরে তার বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের রিপোর্ট পত্রিকায় পড়ে আসছি। তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে তার মানে বুঝতে হবে তার লাইনটা একটু বড়, কানেকশানটা একটু স্ট্রং। যেকারণে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তিনি আরো যোগ করে বলেন, তবে এই ধরনের স্ট্রং লোকেরা থাকলে তার পক্ষে আ.লীগের লোকেরা তো দাঁড়াবেই। ওয়াসার যে সকল কর্মকর্তারা তার পক্ষে দাঁড়িয়েছে তাদের কিছু লোককে তো টাকা দিয়ে দাঁড় করিয়েছে। অথবা দেখা যায় কিছু লোক নিজেরা সেখানে দাঁড়িয়ে নিজেদের আ.লীগার হিসেবে উপস্থাপন করতে চায়’
তাকসিম এ খানের একের পর এক ওয়াসার এমডি হিসেবে মেয়াদ দীর্ঘায়িত করা হয়েছে। এই বিষয়টিকেও অনেকে তার দূর্নীতির কারন হিসেবে দেখছেন। এদিকে ওয়াসার এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে হবে’