ওবায়দুল কাদের ভারত নিয়ে সত্যি কথা বলেছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের ভারত নিয়ে সত্য কথা বলেছেন। তার বক্তব্যে পরিষ্কার, ৭ জানুয়ারির নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করেছে। ভোটার শূন্য নির্বাচন করে এত এত বড় কথা মানায় না। আজকে ওবায়দুল কাদেরের বক্তব্য- চুরির বক্তব্য।

শনিবার (১৬ মার্চ) দুপুরে শ্রমিক নেতা হুমায়ুন কবির খানের মুক্তির দাবিতে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রমজানে মানুষ ঠিকমতো খেতে পারছে না। ধ*র্মীয় অনুষ্ঠানে আ*ক্রমণ করে রক্তান্ত করছে ছাত্রলীগ। পাশের দেশকে খুশি করতে এ হামলা করছে তারা। প্রভুদের খুশি করতে ইফতার পার্টি বন্ধ করছে সরকার।

ভয়-আতঙ্ক থেকে বিএনপির সভা-সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। নিত্য পণ্যের দামের কারণে মানুষের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে।

বিএনপির এই নেতা বলেন, বাজার সিন্ডিকেটের সদস্যরা সরকারি লোক হওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারে না। ভিন্নমতের কাউকে এ দেশে আর রাখতে চায় না সরকার। এক রঙের এক দেশ বানাতে চায় সরকার।


চট্টগ্রামে ব্যাংকে ভয়াবহ আগুন , জানা গেল সর্বশেষ অবস্থা

চট্টগ্রামের নন্দনকান রাইফেল ক্লাবের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (১৬ মার্চ) ইফতারের পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত সেখানে ৪টি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন আরও বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুন লাগার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইফেল ক্লাব ভবনের নিচতলা থেকে প্রথম ধোঁয়া আসে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করছেন অনেকে।

আগুন নিয়ন্ত্রণে কর্মরত কয়েকজন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন। ব্যাংকের ভল্টে যাতে আগুন না লাগে সেই বিষয়টি মাথায় রেখে কাজ করা হচ্ছে। তবে, ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।