রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করার পর অভিনেত্রী মাহিয়া মাহি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফিরে পান। নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রিয় প্রতীক ট্রাক পেয়েছেন মাহি।
সোমবার রাজশাহী-১ আসনে তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাহি।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এখন যে নেতারা আছেন, তারা অনেক বড় মানুষ, তাদের অনেকেই অনেক প্রভাবশালী। আমার গ্রামের লোকেরা তাদের ড্রয়িং রুমে যাওয়ার সুযোগও পায় না। আমি তাদের আশেপাশে থাকব-তারা এটা জানে। এজন্য তারা আমাকে ভোট দেবেন ইনশাআল্লাহ এবং আমি বিজয়ী হব।
আপনি বলেছেন অনেক প্রভাবশালী মানুষ আছে, তাই আপনি কীভাবে জিতবেন জানতে চাইলে গণমাধ্যমকে মাহি বলেন, ‘মানুষের চেয়ে প্রভাবশালী কেউ হতে পারে না।’
এক গণমাধ্যমকর্মী জানতে চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কী হয়েছে? জবাবে মাহি বলেন, ‘এখানে শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে বলে অনুপ্রেরণা দিয়েছেন। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে নাশকতা হলে, দলের কেউ নাশকতা করলে ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচনী মাঠকে কীভাবে দেখছেন জানতে চাইলে মাহি বলেন, ‘আজ থেকে পরিবেশটা বোঝা যাবে। আজ থেকে প্রচার শুরু হবে। প্রচারণা চালাতে গিয়ে দেখব কত বাধা আসে। তাহলে আমি আসলে বুঝতে পারব।’
বাধা আসবে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বাধা আসবেই! কেউ কি আসন ছাড়তে চায় নাকি অন্য কেউ আসতে চায়। কেউ সত্যিই এটা চায় না. আমি ব্লক করে দেব।’
কোনো বাড়তি সুবিধা পাবেন কি না জানতে চাইলে মাহি বলেন, ‘আপনি যদি আজ প্যারাগ্রামে যান, সেখানে মানুষ আপনাকে চিনবে না কিন্তু আমি গেলে তারা আমাকে চিনবে। কারণ এখন ডিজিটাল যুগ। সবার ঘরে মোবাইল, ইন্টারনেট আছে। তারা ইন্টারনেটে আমার অন্তত একটি গান দেখেছে। তারা আমাকে চেনে আমি যখন সেই মা-বোনদের কাছে যাই, তারা আমাকে জড়িয়ে ধরে না। এটা আমার সুবিধা।’
এ সময় মাহি আরো বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে অনুসরণ করে তিনি রাজশাহী-১ আসনটি সুসংগঠিত করতে চান।