বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, বটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ থেকে ২০ নেতাকর্মী আহত এবং ৩টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, সন্ধ্যার পর পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবললীগের সভাপতি আবু জাফর আবীর ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচার-প্রচারণা চালান।
হুমায়ুন কবির জানান, ওই সময় বটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন ও তার লোকজন ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণা চালান। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টাধাওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।