সম্প্রতি দ্বাদশ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হলেও আওয়ামীলীগের দাবি ভোট সুষ্ঠু হয়েছে।তবে যুক্তরাষ্ট্র পশ্চিম দেশগুলোর সুষ্ঠু হয়নি বলেও দাবি করলেও সরকারের পক্ষ থেকে কোনো পাত্তা দিতে নারাজ।আওয়ামীলীগ ১৪ ও ১৮ সালের মতো করে আবারও পাতানো নির্বাচন করে ক্ষমতায় দখল করেছে তারা। অথচ এই সরকারের দাবি করেছে জনগণ তাদের ভোট দিয়ে আবারও ক্ষমতায় এনেছে।কিন্তু ভোঠের মাঠে কি ঘঠেছে তা দেশের জনগণ দেখেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ওবায়দুল কাদেরের হাড়ির খবর ! দলীয় পদে থাকার আজব কৌশল ! মন্ত্রী হওয়ার গোপন মন্ত্র !
প্রসঙ্গত, আওয়ামীলীগ সরকার আবার পাতানো নির্বাচন নিজেদের ক্ষমতা দখল করল জনগণের রায় উপেক্ষা করে। অথচ তার দাবি করে গণতন্ত্রের জন্য তারা লড়াই করে যাচ্ছে।