বাংলা ধারাবাহিক নাটকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী ও মডেল মারিয়া মিম। গত বছর চারেক আগেই মডেলিংয়ের মধ্যদিয়ে মিডিয়া যাত্রা শুরু করেন তিনি। এরপর ছোট পর্দায় অভিনয় করে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেত্রী। তবে পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় আলোচনায় আসেন তিনি।
আর এরই আলোকে আবারও সংবাদ মাধ্যমের শিরোনামে মারিয়া মিম।
সম্প্রতি মিম অভিযোগ করলেন, পোশাকের কারণে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং শুনতে হয়েছে বাজে কথাও। বিশেষ করে তার বিরুদ্ধে খাটো পোশাক পরার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, শাড়ি পরার কারণে উকিল নোটিশও পেয়েছেন তিনি।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় একটি সংবাদ মাধ্যমে এ কথা বলেন মারিয়া মিম।
এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে মারিয়া মিম লেখেন, ‘আমার মনে হয় আমি বাংলাদেশে ছোট পোশাক পরি? আর কাউকে কি দেখতে পান না আপনারা? আমার পোশাক নিয়ে কথা বলেন কেন ভাই? অন্য মডেলরা বাংলাদেশে বিকিনি পরে ছবি দেয়, কত রকমের ছবি, সেগুলো কিছুই না? আমি যদি ওদের মতো ছবি দিতাম তাহলে তো বাংলাদেশে আগুন লেগে যেত। ’
তিনি বলেন, “শাড়ি পরা ছবি তুললেও আইনজীবী নোটিশ পাঠায়। কেন? আমি যা-ই পরি না কেন আমাকে আকর্ষণীয় দেখায়, এটা আমার দোষ নয়।’
মিম বলেন, ‘মানুষ কেন আমার পেছনে লেগেছে জানি না। আমি একজন মডেল, আমার জামাকাপড় নিয়ে লোকেদের কেন এত মাথাব্যথা হয় তা আমি বুঝতে পারি না। সাধারণ শাড়ি পরার জন্য আমাকে উকিল নোটিশ পাঠিয়েছিল একজন। আমি বিস্মিত. এই কয়েক মাস আগের ঘটনা।
উল্লেখ্য, ২০১২ সালে দুই পরিবারের সদস্যদের উপস্থিতে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে মারিয়া মিম। তাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য কলহের জের ধরে ২০১৯ সালের ১৯ অক্টোবর বিবাহ বিচ্ছেদ হয় তাদের।