এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাকে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়ে, বর্তমান ঘটনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা যায়। অনেক সময় নায়ক কারো নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথাও বলে।
কয়েকদিন আগে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বেশ ক্ষোভের সঙ্গে কথা বলেন ওমর সানী। ১৭ সেপ্টেম্বর তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “সরকার মানুষকে বলে দেন কী খাবে। খাবারের তালিকা দিয়ে দেন আমরা কী খাব? আর পারছি না সরকার।
এবার সেই ক্ষোভ কাটিয়ে ওঠার আগে দেশীয় সঙ্গীত নিয়ে মুখ খুললেন তিনি। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘ওই মিয়া, আপনি মিউজিকের কী বুঝেন?’
এরপর অবশ্য ক্ষমার প্রসঙ্গ তুললেন এ নায়ক। লিখেছেন, “ওদেরকে মাফ করেন সংগীতের বিশেষজ্ঞ।” তবে এখানে ওমর সানী ‘ওদের’ বলতে কাকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।
এদিকে ওমর সানির এই পোস্টে অভিনেতা রিয়াজ ও শাহরিয়ার নাজিম জয়কে উল্লেখ করে তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। কারণ শাহরিয়ার জয় গত ১৭ সেপ্টেম্বর ফেসবুকের ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে তার সঙ্গে দেখা যায় নায়ক রিয়াজকে। কিন্তু ক্যাপশন নিয়ে আপত্তি ওঠে।
ক্যাপশনে শাহরিয়ার জয় লিখেছেন, ‘অনারেবল জুরি বোর্ড অফ মিউজিক অ্যাওয়ার্ড। আমি তাদের মধ্যে একজন। এই ক্যাপশনে আপত্তি থাকাটাই স্বাভাবিক। কারণ, জুরি বোর্ডে তাদের উপস্থিতি স্পষ্ট নয়। সঙ্গীত-সম্পর্কিত পুরস্কারের জুরি বোর্ডে একজন অভিনেতা হওয়াটা নেটিজেনদের একাংশের কাছে অস্বাভাবিক এবং অযৌক্তিক বলে মনে হয়েছিল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে।