Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / ওই দুঃস্বপ্ন দেখা এবং কল্পনা করা ছেড়ে দিন: এসপি আলম

ওই দুঃস্বপ্ন দেখা এবং কল্পনা করা ছেড়ে দিন: এসপি আলম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে ব্যপক আলোচনা-সমালোচনা বিরাজ করছে। এই সিটি নির্বাচনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী অংশগ্রহন করেছে। তবে আলোচনার শীর্ষে রয়েছে শক্তিশালী প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ দলের মনোনীত প্রার্থী আইভী এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর। তবে এই নির্বাচনকে ঘিরে কোন প্রকার অনিয়ম হলে তা শক্ত হাতে দমন করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এবং এই অনিয়ম প্রসঙ্গে তিনি জানালেন বেশ কিছু কথা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কেউ যদি স্বপ্নে, চিন্তায় ও কল্পনায়ও অপকর্ম করবেন বলে চিন্তা করে থাকেন, তাহলে ওই দুঃস্বপ্ন দেখা ও কল্পনা করা ছেড়ে দিন। কোনো অন্যায়কারী নারায়ণগঞ্জে বাস করতে পারবে না। কথা ও কাজে মিল পাবেন। রবিবার রাত সাড়ে ৮ টায় নির্বাচন ইস্যুতে আইনশৃঙ্খলার বিষয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনকে নিয়ে কোনো রকম অপকর্ম করলে অপর্কমকারীদের নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বিতাড়ন করা হবে। সিটি নির্বাচনে অপকর্ম রোধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। তিল পরিমান ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আমাদের বিশেষ অভিযান চলছে। আমরা শুধু দেখব কে অপরাধী। সে কার লোক কোথায় কি, নাম সাইনবোর্ড কিছুই দেখা হবে না।

এমনিতেই দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বর্তমান সময়ে অনিয়মের অভিযোগের শেষ নেই। এরই সূত্র ধরে নির্বাচনে সকল অনিয়ম প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে প্রশাসন। এবং এক্ষেত্রে গুরুত্বের সঙ্গে কাজ করছে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা।

About

Check Also

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *