Sunday , November 10 2024
Breaking News
Home / Entertainment / ওই দিন জায়েদ-সায়ন্তিকা হোটেলে কী করছিলেন, প্রশ্ন প্রযোজকের

ওই দিন জায়েদ-সায়ন্তিকা হোটেলে কী করছিলেন, প্রশ্ন প্রযোজকের

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ‘ছায়াবাজ’ ছবির শুটিং শেষ করে মাঝপথে ফিরেছেন কলকাতায়। ফলে তাজু কামরুল পরিচালিত সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। এ নিয়ে নানা অভিযোগ ও অভিযোগ উঠে আসছে।

প্রযোজক পেশাগত আচরণ করেননি বলে অভিযোগ করেন সায়ন্তিকা । আর প্রযোজক মনিরুল ইসলাম অভিযোগ করেন, সায়ন্তিকা ৫০ হাজার টাকা ও শুটিংয়ের পোশাক ফেরত দেননি। এছাড়াও শুটিং শেষ করেও হোটেল রুমে নায়ক-নায়িকার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জানা গেছে, গত ৩০ আগস্ট কলকাতা থেকে ঢাকায় আসেন সায়ন্তিকা ব্যানার্জি। অভিনেতা জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ ছবির শুটিং শুরু করেন তিনি।

১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার কথা ছিল; কিন্তু তিনি তা না করে ৭ সেপ্টেম্বর চলে যান। শোনা যাচ্ছে শুটিং শেষ না করেই কলকাতা চলে গেছেন সায়ন্তিকা।

প্রযোজক মনিরুল ইসলামের দাবি, নৃত্য পরিচালক মাইকেল বাবুর সঙ্গে কাজ করতে চাননি বলেই ঢাকা ছেড়েছেন সায়ন্তিকা। মনিরুলের দাবি, মাইকেলের বিরুদ্ধে সায়ন্তিকার হাত ধরার অভিযোগ সত্য নয়।

সায়ন্তিকা দাবি করেন, মূল সমস্যার পেছনে নৃত্য পরিচালক নয়, সিনেমার প্রযোজক। কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয়েছে ছায়াবাজের শুটিং। বারবার চেষ্টা করেও কারিগরি সমস্যার সমাধান পাননি তিনি।

প্রযোজক মনিরুল ইসলাম রোববার বলেন, “সায়ন্তিকার সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। সায়ন্তিকার হাত ধরার সমস্যা মাইকেল বাবুর সঙ্গে। তিনি পরিচালককে ডেকে মাইকেল বাবুকে মারধরও করতে চেয়েছিলেন। এখন কেন সায়ন্তিকা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, বোধগম্য নয়।আমার সাথে তার সমস্যা থাকলে মাইকেলকে কেন রাখলেন?একজন তারকা যদি তার ব্যক্তিত্ব বজায় রাখতে না পারেন,তাহলে আর বলার কী আছে।’

শুটিংয়ে অব্যবস্থাপনা প্রসঙ্গে মনিরুল বলেন, শুটিং কেমন হবে তা ঠিক করেন পরিচালক। আগের পরিকল্পনা ছিল গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু করার। আমি যে অপ্রফেশনাল আচরণ করেছি তা নয়, সায়ন্তিকা। চুক্তিতে আমরা তাকে কাপড়ের জন্য ৫০ হাজার টাকা দিয়েছি। কিন্তু তিনি কোনো কাপড় আনেননি। এরপর ড্রেসম্যান মনিরকে দিয়ে আবার কাপড় গুছিয়ে নিলাম। সেই কাপড়গুলোও ফেরত দেননি সায়ন্তিকা।

মনিরুল আরও বলেন, “মাইকেলের নির্দেশনায় গানের শুটিংয়ের সময় নায়ক-নায়িকা দুপুর ২টায় ড্রেস চেঞ্জ করতে হোটেলে গিয়েছিলেন। সন্ধ্যা ৬টায় ফিরে আসেন। একটি পোশাক বদলাতে চার ঘণ্টা লাগে, এমন ঘটনা আগে কখনো দেখিনি। এছাড়া যেদিন আমরা শুটিং গুছিয়ে পুরো ইউনিট নিয়ে রওনা হলাম, নায়ক-নায়িকা হোটেলে ছিলেন।সেদিন তারা সেখানে কী করছিল?এই প্রশ্নের উত্তর কী দেবে?আমি কখনোই এই কথাগুলো সামনে আনতে চাইনি। কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না।

About Rasel Khalifa

Check Also

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই, বিনোদন অঙ্গনে শোকের ছায়া

ছোট পর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *