বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক। সম্প্রতি পাকিস্তান দল নিয়ে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রসঙ্গ তুললেন এই প্রাক্তন ক্রিকেটার। অবশেষে তিনি এ ব্যাপারে ক্ষমা চাইলেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজ্জাক এক ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়ে তার অবস্থান স্পষ্ট করেন।
ভিডিও বার্তায় রাজ্জাক বলেন, ‘আমি আবদুল রাজ্জাক। পাকিস্তানের কথা বলতে গিয়ে ভুল করে ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়ে ফেলেছিলাম। সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করার জন্য এটা বলিনি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না। সেখানে আমার আরেকটি উদাহরণ দেওয়া উচিত ছিল। আমি ভুল করে ঐশ্বরিয়ার নাম নিয়েছিলাম। ‘
এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করে রাজ্জাক বলেছিলেন, “ধার্মিক বাচ্চা চাইলে ঐশ্বরিয়া চলবে না। আপনি ধার্মিক বাচ্চা চাচ্ছেন আবার ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চাইছেন, সেটি তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। তেমনি জিততে হলে আপনাকে ভালো ক্রিকেটার হতে হবে। নাহলে পাকিস্তানের আর জেতা হবে না।”
১৩তম ওয়ানডে বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই থেমে গেছে পাকিস্তানের রথ। এশিয়া কাপের পর বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার জন্য সমালোচনার শেষ নেই বাবর আজমের। শুধু দল নয়, দেশের ক্রিকেট বোর্ডও সেই অনুশীলন করছে। এরই ধারাবাহিকতায় পিসিবির সমালোচনায় ঐশ্বরিয়ার প্রসঙ্গ আনেন রাজ্জাক।