বাংলাদেশের ক্রিকেটে বর্তমান সময় পর্যন্ত যতগুলো ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের টাইগাররা, তার মধ্যে অন্যতম একটি দিন ছিল গতকাল। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ একটি দূর্দান্ত জয় পাওয়ার পর প্রশংসায় ভাসছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল সাধারন কোনো দল নয়। তবে দলের কথা চিন্তা করে কিউইদের সাথে ঐতিহাসিক জয়ের বিষয়টি আপাতত ভুলে থাকতে চাইছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘জয়ে দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। বোলাররাই মূলত ম্যাচটা জিতিয়েছে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’
দুর্দান্ত জয়ের পরও পা মাটিতে রাখতে চান মুমিনুল। আপাতত এই জয় ভুলে দ্বিতীয় ও শেষ টেস্টটাও জিততে চান বাংলাদেশ দলপতি। তিনি বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হতো। এই জয়টার কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’
উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের দূর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে নিজেদের বেশ সাফল্য নিয়ে বাংলাদেশ দল এগিয়ে গিয়েছে। বাংলাদেশ এবং স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার পরবর্তী টেস্ট ম্যাচ আরম্ভ হওয়ার কথা রয়েছে আগামী ৯ জানুয়ারি। এই ম্যাচটিতে জয়ের আশা দেখছে বাংলাদেশ তবে নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারাতে বেগ পেতে হতে পারে মনে করছেন তারা।