ভাঙতে বসা দীর্ঘ ৩৫ বছরের সংসার জোড়া লাগিয়ে সম্প্রতি গোটা দেশজুড়েই যেন প্রশংসার জোয়ারে ভাসছেন সাতক্ষীরার তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান। তার এমন কাজের কারণের আবারো প্রমান হলো, দেশের সকল পুলিশকে একই দাড়িপাল্লায় মাপা ঠিক নয়।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টা পর্যন্ত পারিবারিক নানা বিরোধ মিটিয়ে বিচ্ছেদ থেকে রক্ষা পান তিনি। মুজিবুর রহমান তালা উপজেলার ইসলামকাঠি এলাকার বাসিন্দা এবং হাসিনা বেগম মুজিবর রহমানের স্ত্রী। হাসিনা বেগমের একটি ১৫ বছরের ছেলে ও ১২ বছরের একটি মেয়ে রয়েছে।
মজিবুর রহমান জানান, পারিবারিক কলহ ও মনোমালিন্যতার কারণে তিনি ও তার স্ত্রী বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে চলে যান। একপর্যায়ে তার স্ত্রী হাসিনা বেগমকে আদালতের মাধ্যমে তালাকের জন্য আইনি নোটিশ পাঠান। পরে বিষয়টি মীমাংসা করতে তালা থানার ওসি শুক্রবার রাতে সবার সঙ্গে বসেন। আলোচনা শেষে আমাদের মনোমালিন্যতার অবসান ঘটে। ৩৫ বছরের সংসার বিচ্ছেদের থেকে মুক্তি পায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, মুজিবুর রহমান ও হাসিনার বিয়ে হয়েছে ৩৫ বছর। সামান্য ভুল বোঝাবুঝির কারণে তারা বিচ্ছেদের দিকে আগাচ্ছিলেন। একপর্যায়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কার্যালয়ে সালিশের পর স্ত্রী হাসিনা বেগমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন মুজিবুর রহমান।
পরে আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠানো হলে হাসিনা বেগম তা গ্রহণ করেননি। হাসিনা বেগমের ছেলের বয়স ১৫ বছর এবং মেয়ের বয়স ১২ বছর। তাই বিষয়টি মানবিক বিবেচনায় তালা থানা পুলিশের প্রচেষ্টায় শুক্রবার রাতে দীর্ঘ আলোচনার পর তাদের অভ্যন্তরীণ কোন্দল দূর হয়।
আর এরই ধারাবাহিকতার মধ্যে দিয়ে তাদের ৩৫ বছরের সংসার আবারো জোড়া লাগে। এ ঘটনায় গোটা এলাকাবাসীর মধ্যে আনন্দের রেশ নেমে আসতে দেখা যায়।