জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। তবে অবশেষে সেই জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণ শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য, গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো ছড়িয়ে পড়ে করোনা সংক্রমন। আর এর প্রভাব সব থেকে বেশি পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে। ফলে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। এরপর পরিস্থিতি কিছুটা অনুকূলে আসতেই চলতি মাসের গত ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।