গত সোমবার (১৮ জুলাই) গ্রামের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে একটি প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে মাঝ পথেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তার স্ত্রী। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকায় আনা হয়েছে।
তবে এদিকে শোভনের জন্য দোয়া চেয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
মঙ্গলবার (১৯ জুলাই) তিনি তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে দোয়া চান।
গোলাম রাব্বানী লিখেছেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। স্কয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। বাবা-মা, স্ত্রী, ভাই সকলেই তার পাশে আছে।
তিনি বলেন, কিছুক্ষণ আগে হাসপাতালে গিয়েছিলাম, সবার সঙ্গে কথা বলেছি, সার্বিক খোঁজখবর নিয়েছি।। আঘাত যেহেতু মাথায়, শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসার পাশাপাশি পূর্ণ বিশ্রাম প্রয়োজন। এমতাবস্থায়, শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত অনুরোধ, হাসপাতালে বিশেষ করে কেবিনে ভিড় না করে শোভনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ, আমাদের প্রিয় শোভন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে উদযাপন করার লক্ষ্যে সস্ত্রীক গ্রামের বাড়িতে যান শোভন। সেখানে কয়েকদিন কাটানোর পর সুস্থ-স্বাভাবিক ভাবেই ঢাকায় ফিরতে চেয়েছিলেন তিনি।