Friday , January 10 2025
Breaking News
Home / Entertainment / এস আই টুটুলের সাথে বিচ্ছেদচর্চার মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া

এস আই টুটুলের সাথে বিচ্ছেদচর্চার মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী তানিয়া

গায়ক এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে শোবিজে আদর্শ ও সুখী দম্পতি বলা হতো। ১৯৯৯ সালের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচটি সন্তানও রয়েছে। তারা হলেন-অনয়, শ্রেয়াস ও আরশ এবং তারা আয়াত ও সামিয়াকে দত্তক নেয়।

দীর্ঘ ২৩ বছর কোনো ঝামেলা ছাড়াই চলছিল টুটুল-তানিয়ার সংসার। তবে হঠাৎ ছন্দপতন ঘটে।

শোনা যাচ্ছে, বিচ্ছেদের আগে প্রায় পাঁচ বছর আলাদা থাকছিলেন দুজনে। এরপর বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের বিচ্ছেদ। বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন টুটুল। এরই মধ্যে নতুন খবর দিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। ‘তাপ’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন বলে জানান তিনি। এটি পরিচালনা করবেন সুমন ধর।

প্রাথমিক কথোপকথন চূড়ান্ত। তানিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফিরেই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হবেন বলে জানান এ অভিনেত্রী।

তানিয়া আহমেদ বলেন, ‘পরিচালকের সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি। সেটাও হয়ে যেত। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি।

তানিয়া বলেন, সিনেমাটির গল্পটি প্যারালাল দুই নারীর। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’

এদিকে পরিচালক সুমন ধর আরো জানান, এই ছবির কেন্দ্রীয় দুই নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ। বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

এই পরিচালক এর আগে চরকিতে ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে।

About bisso Jit

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *