করোনাভাইরাস সংক্রমন রোধে দীর্ঘ এক বছেরেরও অধিক সময় পর চলতি বছরের গত ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্টান। ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পাঠ কেন্দ্রে যেতে শুরু করেছে শিক্ষার্থীরা। আর এরই মধ্যে এবার এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
আজ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো ছড়িয়ে পড়ে করোনা সংক্রমন। আর এর পরপরই এ সংক্রমন রোধে ঐ বছরের গত ১৭ মার্চ থেকে সাময়িকভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষনা করে প্রশাসন।