শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে অব্যাহতি পাওয়া ৩২১ জন সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন। গত দুই দিন ধরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, যিনি এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিরোনামে এসেছেন।
মামুন আন্দোলনরত এসআইদের পুনর্বহালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি তাদের উৎসাহিত করে আন্দোলন পরিচালনা করছেন। সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে মামুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “৩২১ জন পুলিশ সদস্য এখানে বসে আছে দেশের ১৮ কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য। আমাদের কারো অপরাধ থাকলে তাকে চিহ্নিত করুন, বাকিদের চাকরিতে পুনর্বহাল করুন।”
মামুনুর রশীদ মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখায় সহসম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক সেবন, শিক্ষার্থীদের মারধর এবং সিট বাণিজ্যের অভিযোগ উঠেছে।
বেরোবির এক সহকারী প্রক্টর নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মামুন ছাত্রলীগের পরিচয়ে নানা অপকর্ম করেছেন। তার বিরুদ্ধে প্রক্টর অফিসে একাধিক অভিযোগ জমা হয়েছিল।” জানা যায়, মামুন দিনাজপুরের বাসিন্দা হওয়ায় সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এসআইদের আন্দোলনে মামুনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র-জনতা। অনেকের মতে, সন্ত্রাসী ছাত্রলীগ নেতার নেতৃত্বে এই আন্দোলন আসলে প্রশাসনে একটি বিশেষ গোষ্ঠীকে পুনর্বহালের অপচেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম আশিকুর রহমান বলেন, “এসআই পদে বহিষ্কৃতদের পুনর্বহালের দাবির পেছনে সন্ত্রাসী ছাত্রলীগের সিন্ডিকেট কাজ করছে। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের কোনো স্থান নেই, তাদের রুখে দিতে আমরা প্রস্তুত।”
মঙ্গলবার মামুনের একটি ভিডিও সংবাদমাধ্যমে প্রচারের পর এই বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে ৪০তম ক্যাডেট ব্যাচের অব্যাহতি পাওয়া এসআইরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা চাকরি ফিরে পাওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।