সম্প্রতি নির্বাচনকে সামনের অবৈধ্য ভাবে ক্ষমতা ধরে রাখা আওয়ামীলীগের পতনের জন্য মাঠে আন্দোলন করছে বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।তবে তাদের এই মাঠের আন্দোলনকে দমাতে আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাদের নেতাকর্মীদের ওপর নানা ভাবে নি/র্যাচন চালাচ্ছে।কিন্তু সরকারের পক্ষ বলা হচ্ছে জনগণ বিরোধী দলের আন্দোলনকে সমার্থন করে না।অথচ বাস্তব চিত্র ভিন্ন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
১৯৮৯ সালে আমরা যখন এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে চুড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছি তখন বাঙ্গু সাংবাদিককুল পত্রিকার শিরোনাম করে “এলোমেলো আন্দোলন হতাশ জনগন”।
ওদের কোন আন্দোলনই পছন্দ হয়না। জনগনের হতাশা ছাড়া ওদের আর কিছুই চোখে পড়েনা। ওরা কি জানতো, বারো মাস লাগবে না তাদের ভাষায় এই এলোমেলো আন্দোলনেই এরশাদ জয় বাংলা হয়ে যাবে।