আওয়ামী লীগের এক সম্মেলনে উপস্থিত হয়েই বিলবোর্ডে নিজের নাম ‘ভুল’ দেখতেই রীতিমতো মেজাজ হারিয়ে নেতাকর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনায় উক্ত সম্মেলনে বেশ চাঞ্চল্য দেখা দেয়।
জানা যায়, রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন ওবায়দুল কাদের। কিন্তু সেখানেই গিয়েই নিজ নাম ভুল দেখতে পেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এয়ারপোর্টে নেমেই দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল।
ওইদিন বিকেলে নগরীর পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আমাদের নেত্রী বলেছেন, সাশ্রয়ী হতে হবে। এত বিলাসবহুল সম্মেলন আমরা করব না। জেলায় এত বিলবোর্ড! আরে বিলবোর্ড! বিমানবন্দরে নেমে দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল। সামনে দেখি এক রকম, শেখ হাসিনার ডিজিটাল। বিলবোর্ডে দেখি আরেক রকম চেহারা। শেখ হাসিনার বিলবোর্ড সবাইকে হিরো বানাচ্ছে। এত বিলবোর্ড আমি জীবনে দেখিনি। এত টাকা অপচয় কেন! টাকা নষ্ট করবেন না। গরীবদের সাহায্য করেন। মানুষকে খুশি করুন। এটা আপনাদের কাজ। খারাপ ব্যবহার করবেন না। আমরা জানি কে খারাপ কাজ করে। সময়মতো সংশোধন না হলে খবর আছে।
বিএনপির কর্মসূচীর কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের আগে তাদের পতন হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে আবার পতন হবে। আন্দোলনও পতন, নির্বাচনেও পতন।
তবে বিএনপি নেতারা জানিয়েছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নিবে না তারা। একই সঙ্গে ইভিমের বিষয়ও দ্বিমত পোষণ করেছেন তারা।