হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন, আমি নিজেকে এমপি ভাবি না। আমি আপনাদের বা জনগণের কর্মী। আপনাদের সেবা করতে না পারলে এমপি পদ ছেড়ে দেব।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁদ চা বাগানের চা শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, সব নেতাকে জনগণের পাশে দাঁড়াতে হবে। নাহলে নেতৃত্বে থাকতে দেবেন না। ভোটের আগে বলেছিলাম আমার জন্য মাত্র একদিন ভোটকেন্দ্রে ৭ ঘণ্টা থাকতে, আগামী পাঁচ বছর আমি আপনাদের পাহারাদার হয়ে থাকব।
তিনি বলেন, আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রাণের চাল চুরি করত, গম চুরি করত। কিন্তু এখন আর এসব হবে না। আমারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না।
ব্যারিস্টার সুমন বলেন, একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজনে আমি আমার খাবার দেব।
এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দুই হাজার শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, শাঁখালা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।