সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট দলকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়ে বিশ্বকাপে ম্যাচ গুলোতে একের পর এক পরাজয় নিয়ে। কারণ বিগত বিশ্বকাপে বাংলাদেশ দল এতো খারাপ কখনো করেনি।এই খারাপ করার পিছনে কি কারণ তা খুঁজতে যেয়ে নানা রকম প্রশ্নে উঠে দলের নির্বাচকসহ বোর্ডের সভাপতিকেও নিয়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আমি ক্রিকেট আর দেখি না বেশী, সময় পাই না বলে। তবু বাংলাদেশের খেলা থাকলে অনলাইনে ঠিকই খোঁজ রাখি। কাল দেখি খেলা আগেই শেষ, বাংলাদেশে হেরেছে ৯ উইকেটে। হারবি হার, তাই বলে এতো বড় ব্যবধানে! ভালো করে খেয়াল করে দেখি, বাংলাদেশ না, নিউজিল্যান্ডের মাটিতে গো-হারা হেরেছে নিউজিল্যান্ডই!
বয়স হয়েছে, বিস্মিত হওয়ার ক্ষমতা কমে গেছে, তবু হতভম্ব হয়ে বসে থাকি কিছুক্ষন। কতো অভিযোগ আমাদের ক্রিকেট টিম ব্যবস্থাপনা নিয়ে, কতো মনখারাপ হয়েছিল বিশ্বকাপে তাদের খেলা দেখে। কিন্তু এমন একটা বিজয় কি অবলীলায় ম্লান করে দেয় এসব দু:খ-বেদনা। কতো শত আশা আর স্বপ্ন বুকে বাসা বাধে আবার।
সাবাস বাংলাদেশ! সাবাস নাজমুল, তানজিম, শরীফুল, সৌম্য, বিজয়!