Friday , December 27 2024
Breaking News
Home / Entertainment / এমন প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন : শাবনূর

এমন প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন : শাবনূর

সিলেটের উ’জানে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। এই বৃষ্টির পানি ব্রহ্মপুত্র ও তিস্তা হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। এতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে সিলেটে বন্যা পরিস্থিতি দীর্ঘতর হচ্ছে। ভয়াবহ এই বন্যায় সিলেট জেলা ও মহানগরীর ৪১ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব বাড়ির তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েন সিলেটবাসী। এমন পরিস্থিতিতে শোবিজের অনেক তারকা নিজ উদ্যোগে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারকাদের কেউ কেউ আবার বিত্তবান থেকে শুরু করে সাধারণ মানুষকেও বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আর এই সুযোগই কাজে লাগানোর পরিকল্পনা করেন কিছু প্রতারক। যারা তারকাদের নামে ফেস// বুকে ফেক আইডি খুলে বন্যার্তদের সাহায্যের নামে মানুষের কাছ থেকে টাকা তুলছে। ঢাকাই ছবির সফল অভিনেত্রী শাবনূরের নাম ও ছবি ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা তুলছে প্রতারকরা। আর এ খবর শাবনূরের কানেও পৌঁছে গেছে। প্রতারকদের হুঁশিয়ারি দিয়েছেন নায়িকা। পাশাপাশি তাদের (প্রতারক) ফাঁদে পা না দিতে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। শাবনূর তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এমন আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন!

প্রতারকদের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে, আপনারা আমার নামে ফেক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাইনা আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। অনুরাগীদের উদ্দেশ্যে নায়িকা লিখেছেন, আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শাবনূর। কিন্তু তিনি সরব হওয়ার অনেক আগে থেকেই শাবনূরের নাম ব্যবহার করে অনেকেই সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট খুলেছে।

এ প্রসঙ্গে শাবনূর আগেই জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত। দীর্ঘদিন শুনে আসছি, আমার নামে ফেস// বুকে অনেকেই আইডি খুলেছেন। আমার নাম ভাঙিয়ে অর্থনৈতিক সুবিধা আদায়সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। এমনকি ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকে কপিরাইট ক্লেইম দিচ্ছে! এসব অসাধু ব্যক্তিকে সতর্কবার্তা দিয়েছি লাইভে। প্রথমবার সাবধান করেছি। না শোধরালে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব। প্রসঙ্গত, সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে, দর্শক শুধু শাবনূরকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান। দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন নায়িকা। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

উল্লেখ্য, জানা গেছে, ১৫ জুন থেকে অতিবৃষ্টি ও উজান থেকে আসা বন্যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ দিন ধরে বন্যার কবলে পড়েছে সিলেট। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা জেলা ও মহানগর। বর্তমানে টানা বর্ষণে যেসব স্থানে পানি নেমেছে সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবার নিম্নাঞ্চলের মানুষ এখনো জলাবদ্ধতার মধ্যে দিনযাপন করছে।

 

About Syful Islam

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *