যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর কিছু দিন পার হলেই। এই নির্বাচনী প্রচারে নৌকার প্রার্থীর এক নির্বাচনী সভায় ভয়ভীতি দেখানো এবং সেই সাথে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গেল ১৮ই নভেম্বর রাতের দিকে ইউনিয়ন এলাকার উত্তর চাঁদপুর নামক স্থানে এক নির্বাচনী সভায় দ্বীন মোহাম্মদ দিলু পাটোয়ারী যিনি জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তিনি নির্বাচনের বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় হুমকি দেন। তার দেওয়া বক্তব্যের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এরপর ঐ এলাকায় সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে সাবেক চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী বলেছেন, কতিপয় বিএনপি জামায়াত নেতাকর্মী বলছে- ওমুক মার্কায় ভোট দেবো। তারা ভোট দেওয়ার সুযোগ পাবে না। এমন জায়গায় চুলকিয়ে দেবো; কাউকে দেখাতে পারবে না; হাসপাতালেও চিকিৎসা হবে না। পু’লি’/শের কাছে যেয়েও কাজ হবে না। পু’লি/শ প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেবে?’
নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু চেয়ারম্যান নির্বাচিত হবেন দাবি করে দিলু পাটোয়ারী আরও বলেন, ‘বিএনপি জামায়াতের প্রধান বলেছেন- তারা নির্বাচনে যাবেন না। তাহলে আপনারা (বিএনপি-জামায়াত নেতাকর্মী) কেন চুলকো-চুলকি করছেন? আমরা কী করতে পারি আপনারা জানেন। ২০১৬ সালে দেখাইছি। আমি চাই না জহুরপুরের কারো ক্ষ’তি হোক। তাই নৌকার বাইরে যারা ভোট দিতে চান, তাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। বাড়িতে ঘুমান, ভালো থাকবেন।’
ভাইরাল ভিডিওতে তার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে দিলু পাটোয়ারী বলেন, ভিডিওতে যে বক্তব্য আপনারা শুনেছেন সেটা আমার দেওয়া বক্তব্য নয়। ভিডিওটি সুপার এডিটেড। আমি ঐ সময় বলেছিলাম- যেহেতু বিএনপির নেত্রী খালেদা জিয়া নির্বাচন বর্জন করেছেন। এ কারণে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের নির্বাচনে আসার বিষয়ে নিরুৎসাহিত করেছি। ভিডিওটি ঐ খান থেকে কে রেকর্ড করেছে সেটা আমি বলতে পারবো না।
প্রসঙ্গত, যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোয়নয়ন পেয়েছেন আসাদুজ্জামান মিন্টু। তিনি দলের থেকে সমর্থন পাওয়ার পর প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। আসাদুজ্জামান মিন্টু যিনি নৌকার প্রার্থী তিনি এবং তার লোকজন যারা রয়েছেন তাদের বিরু’দ্ধে ভী’/তি প্রদর্শনের অভিযোগ এনে গত ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দিন মোল্লা।