সরকারের লাগাতার দুর্নীতি ও লু/টপাটের কারনে অর্থনীতি ভেঙ্গে পড়েছে। শুধু তাই তার ব্যাপক প্রভাব পড়েছে রিজার্ভের ওপর। কিন্তু সরকার বিষয়গুলি বিপরীতে ব্যাখ্যা দিচ্ছে ইউক্রেন-রাশিয়া সংকট কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রকৃত অর্থে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলো থেকে হাজার হাজার কোটি টাকা দলের নেতাকর্মীদের পকেটে ডুকিয়েছে সরকার। তারা খেসারত দিতে হচ্ছে দেশের সাধারন জনগণের। বিষয়টি নিয়ে একটি স্ট্যা/টাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা পাঠকদের জন্য হুবাহু তুলে ধরা হলো নিচে।
এতদিন বললেন রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নাই।এখন বলছেন জ্বালানি তেল-গ্যাস কেনার টাকা নাই।লোডশেডিং ১ ঘন্টার কথা বলে ৮ ঘন্টাও দিচ্ছেন।প্রথমে বললেন,অক্টোবরে আর লোডশেডিং থাকবে না।তারপর বললেন,নভেম্বরের শেষে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।আমরা বুঝলাম শীত আসলে চাহিদা কমবে,কমবে লোডশেডিংও।গু/লি করবেন প্রকৃতির ঘাড়ে ব/ন্দুক রেখে।তা, করেন। কিন্তু এখন আবার বলছেন,দিনের বেলা বিদ্যুৎ ব্যবহারই করব না।
তো এমন একটা ঘোষণা কোটিখানেক টাকা খরচ করে আতোশবাজি উৎসবে দিলে ভালো হতো না!?
প্রসঙ্গত, সরকার বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে যে সব পদক্ষেপ নিচ্ছে সে গুলো নামে মাত্র কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই এই মুহুর্তে মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা। তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারনে সরকার কিছুই করতে পারছে না।