কারিগরি ত্রুটির কারনে মাঝে মধ্যেই আকাশ পথে ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর সেই ধারাবাহিকতার জের ধরে এবার এমনই একটি ঘটনা ঘটেছে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে সৌভাগ্যবসত এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
জানা যায়, শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় কাতার এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিমানবন্দরে কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না।
বিমানটিতে ২২৭ জন যাত্রী ছিলেন। তবে এসব যাত্রী বা বিমানের ক্রুদের কেউ আহত হননি। বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানবন্দরে যানজটের সৃষ্টি হয়। ৪৫ মিনিট কোনো ফ্লাইট টেক অফ হয় না।
কামরুল ইসলাম বলেন, ৪৫-৫০ মিনিট ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। উড়োজাহাজ সরানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে প্রযুক্তিগত সমস্যা ছিল। বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটি ট্যাক্সি করতে কিছুটা সমস্যায় পড়েছিল। ঢাকা বিমানবন্দরে অবতরণের নির্ধারিত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলেই অবতরণের অনুমতি দেওয়া হবে।
তবে এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন বিমানে অবস্থানরত সকল যাত্রীরা। এরপর বেশ কিছুক্ষণ বিমানবন্ধরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।