রাজধানী ঢাকায় একের পর এক ঘটে যাচ্ছে অনাকাঙ্খিত সব ঘটনা। আর এই সব ঘটনায় বিরূপ প্রভাব পড়ছে সমাজে। সম্প্রতি জানা গেলো রাজধানীর হাতিরঝিল থেকে শবনম শারমিন নামে এক সংবাদকর্মীর ঝু*ল*ন্ত ম*র**হ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার বাসা থেকে নিথরদেহটি উদ্ধার করা হয়। পরে ম*য়না*ত*দন্তে*র জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ম*র্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে বড় মগবাজার ৩০৮ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে ওই নারীর ঝু*ল*ন্ত ম*র*হ উদ্ধার করা হয়। লা**টি প*চে গেছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তার মৃ*ত্যু হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্বামী সাইদুল ইসলামের সঙ্গে গত মার্চ মাসে ওই বাসাটি ভাড়া নেন তারা। ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও বিস্তারিত তদন্তের পর তার মৃ*ত্যু*র কারণ সম্পর্কে বলা যাবে।
ম*র*হের পরিচয়ের বিষয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, ঝিনাইদহ সদর উপজেলার হারুন অর রশিদের মেয়ে শবনম। তিনি একটি অনলাইনের সাংবাদিক ছিলেন। তার স্বামী সাইদুল এশিয়া টিভির সাবেক সাংবাদিক।
প্রসঙ্গত, এ দিকে নোই নারী সাংবাদিক এর এমন পরিণতির সম্পর্কে কিছুই জানাতে পারেনি তার প্রতিবেশীরা। সেই সাথে এ নিয়ে কথা শোনা যায়নি তার পরিবারের কোনো সদস্যদেরও।