গত শুক্রবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২ টার দিকে চট্রগ্রামে রেলক্রসিংয়ের সময় ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর ঘটনায় রীতিমতো রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আলোচিত সেই ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
আর এরই ধারাবাহিকতায় রেলক্রসিং দুর্ঘটনার বিচারিক তদন্তে হাইকোর্টে রিট করেছেন তিনি।
রিটে এসব দুর্ঘটনার আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে রেলক্রসিং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রনির আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল এ তথ্য জানান।
এর আগে অনলাইনের মাধ্যমে রেলের কিনতে গিয়ে রীতিমতো প্রতারিত হয়ে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন রনি। আর সেই থেকে এখনো রেলের দুর্নীতির বিরুদ্ধে সঙ্গী-সাথীদের লড়ে যাচ্ছেন তিনি।