Friday , November 22 2024
Breaking News
Home / oddly / এবার স্কাইরিফান্ডের প্রতিবেদনে জানাগেল বিমানে যাত্রার ১০ নিয়ম-কানুন

এবার স্কাইরিফান্ডের প্রতিবেদনে জানাগেল বিমানে যাত্রার ১০ নিয়ম-কানুন

যাতায়াত ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম বিমান। আকাশ পথে বিমানে যাতায়াতের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজেই যাওয়া সম্ভব হয় খুবই স্বল্প সময়ে। তবে এই বিমান চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম-কানুন রয়েছে। প্রত্যেক যাত্রীকে এই নিয়ম-কানুনের মধ্যে দিয়ে বিমান চলাচল করতে হয়। সম্প্রতি এই বিষয়ে ১০ নিয়ম-কানুন উঠে এলো প্রকাশ্যে।

বিমানে যাত্রার সময় কিছু নিয়ম-কানুন আছে যেগুলো মেনে চললে সবার উপকার হয়। স্কাইরিফান্ড সাইটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানে যাত্রার নিয়ম-কানুন। চলুন দেখে নেই।

বিমানের শৌচাগারের ব্যবহার

বিমানের শৌচাগারে বেশি সময় না নেওয়াই ভালো। এ ছাড়া বাসার শৌচাগারের মতো নোংরা অবস্থায় রেখে আসা উচিত নয়। আপনার স্বাস্থ্যের কথা ভেবে বিমানের ময়লা শৌচাগারে যেকোনো ধরনের যৌনাচার থেকে বিরত থাকা উচিত।

তীব্র গন্ধযুক্ত কিছু নিয়ে বিমানে না ওঠা

মনে রাখবেন, তীব্র গন্ধযুক্ত কোনো আতর বা পারফিউম মেখে বিমান ভ্রমণ না করাই ভালো। এতে আপনার জন্য অন্য যাত্রীরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। এ ছাড়া বিমানে এমন খাবার নিয়ে ওঠা উচিত নয়, যা তীব্র গন্ধ ছড়ায়।

নিজের সন্তানদের দেখে রাখুন

বিমানে ওঠার আগে নানা ধরনের নিয়ম-কানুন মানতে গিয়ে হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়েছেন; কিন্তু সন্তানকে দেখে রাখা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তেমনি অন্য বাচ্চারা দুষ্টুমি করলে আপনার উচিত তাদের বাবা-মাকে বিষয়টি জানানো। বিমানে অন্য কারো বাচ্চাকে ধমক দেওয়ার সঠিক জায়গা নয়।

ভেবে রাখুন বিমানে কীভাবে ঘুমাবেন

বিমানে উঠে ঘুমানোর জন্য আপনি একটি নেক পিলো (ঘুমানোর জন্য বিশেষ এক বালিশ, যা ঘাড়ে জড়িয়ে নেওয়া যায়) চাইতেই পারেন। নেক পিলোর বিশেষ সুবিধা হলো ঘুমের মধ্যে আপনার মাথা অন্য কারো ঘাড়ে চলে যাবে না। মনে রাখবেন যদি আপনি বিমানের মাঝখানের আসন পান তাহলে ট্রে টেবিলে মাথা রেখে ঘুমানো উচিত নয়। এতে করে আপনার দুই পাশের যাত্রীর চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

মাঝখানের আসনের যাত্রীর আর্মরেস্টের অধিকার বেশি

বিমানের আসনের সঙ্গে লাগানো হাত রাখার জায়গাকে আর্মরেস্ট বলা হয়। বিমানের জানালার পাশের আসন বা করিডরের পাশের আসনের মতো হাত-পা ছড়ানোর সুযোগ মাঝখানের আসনের যাত্রীর কম। তাই তাকে আর্মরেস্টের জায়গা ছেড়ে দেওয়ার পাশাপাশি তার সঙ্গে বেশি কথা না বলে তাঁকে মানসিক জায়গাও দেওয়া উচিত।

সঠিক সময়ে আসন থেকে উঠুন

বাথরুমে যাওয়ার জন্য আসন ছাড়ার আগে আরেকবার ভেবে দেখুন, যদি দেখেন বিমানের আসনের মধ্যবর্তী পথে বিমানবালার হাতে খাবারের ট্রে, তাহলে আপনার আসনে বসে থাকা উচিত। বিমানবালার হাত থেকে খাবার সংগ্রহ না করে আসন ছাড়া ঠিক নয়।

মালপত্র ঠিক জায়গায় রাখুন

বিমানে মাথার ওপর মালপত্র রাখাকে ‘বিন’ বলা হয়। আর বিমানের প্রতিটি ব্যাগের জন্যই মূল্য দিতে হয়। তাই প্রতিটি ‘বিন’ই মূল্যবান। আনুভূমিকভাবে নিজের ব্যাগ বিনে রেখে অন্যের জায়গা দখল করা উচিত নয়। ব্যাগগুলো উল্লম্বভাবে রাখুন। যদি আপনার কাছে দুটি ব্যাগ থাকে, তাহলে একটি ব্যাগ আপনার পায়ের কাছে রাখুন।

বিমানে হেলান দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

বিমানে আপনি চাইলে আধশোয়া হয়ে ঘুমাতে পারবেন। সে ক্ষেত্রে আসনটিকে আধশোয়া করে শোয়ার উপযুক্ত করে নিতে হবে। আর সেটি করার সময় আপনার পেছনের যাত্রীর দিকে খেয়াল রাখুন। আপনার আসনটি আধশোয়ার উপযুক্ত করতে গিয়ে সেটি যেন আবার তার পানীয়, ল্যাপটপ বা পায়ের সঙ্গে না লেগে যায়। তাই আসনটি বাঁকা করার আগে আপনার পেছনের যাত্রীকেও একবার সতর্ক করুন।

ফোন ও ল্যাপটপ ব্যবহার

বিমানে ওঠার পরপরই আপনার মোবাইল ফোনটিকে অ্যারোপ্লেন মুডে নিয়ে নিন। বিমানে সময় কাটানোর জন্য অনেক যাত্রীই তার ফোনে বা ল্যাপটপে গান শোনেন। এ সময় হেডফোন ব্যবহার করুন।

বিমানবালাদের সঙ্গে ভালো আচরণ করুন

বিমানবালাদের অন্যতম কাজ হচ্ছে বিমানের সব নিয়ম-কানুন আপনাকে বুঝিয়ে দেওয়া। সিটবেল্ট বাঁধা, খাবার দেওয়া, বিমান অবতরণের আগে আরেকবার সিটবেল্ট বেঁধে নেওয়ার পরামর্শ ইত্যাদি ক্ষেত্রে বিমানবালা যাত্রীদের সহযোগিতা করেন। কাজেই তাদের সঙ্গে খারাপ আচরণের ফলে তারা বিরক্ত হতে পারেন এবং এতে করে বিমান উড্ডয়নের ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে।

শখের বসেও বিমানে অনেকেই চলাচল করে থাকে। এক্ষেত্রে এদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছে যারা কিনা বিমানে চলাচলের নিয়ম সম্পর্কে অনেক কিছু জানে। এক্ষেত্রে এই সকল যাত্রীরা বেশ বিপাকে পড়ে থাকে। এরই সুবাদে স্কাইরিফান্ড নামে একটি সাইট বিমানে চলাচলাএ জন্য যাত্রীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বেশ কিছু নিয়ম-কানুন তুলে ধরেছেন।

About

Check Also

অল্প বয়সে বিয়ে নিয়ে অভিভাবকদের যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামিক বক্তা শেখ আহমদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিভিন্ন ইসলামিক বিষয়ের উপর একটি লাইভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *