মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে আকাশ পথে ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে এবার সৌদি আরবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবসত এ ঘটনায় বিমানটির দুই এয়ার ক্রু প্রাণে বেঁচে যান। আজ সোমবার (৭ নভেম্বর) দেশটির একটি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কারিগরি ত্রুটির কারণে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি এফ-১৫এস এর একটি যুদ্ধবিমান কিং আব্দুল আজিজ এয়ার বেস প্রশিক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়।
বিমানে থাকা দুই বিমান ক্রু দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তারা ইজেক্টর সিট ব্যবহার করে নিরাপদে বিমান থেকে নামে।
এ সময়ে বিমান দুর্ঘটনার ব্যাপারে তিনি আরো জানান, ইতিমধ্যে বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে রীতিমতো কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খা বাহিনী। তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।