Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / এবার সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমার ইংরেজি উক্তিটি ব্যাপক সাড়া ফেললো

এবার সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমার ইংরেজি উক্তিটি ব্যাপক সাড়া ফেললো

প্রতিদিন সৃষ্টিঘয় নিত্যনতুন তারকার। কেউবা টিকে থাকে শেষ পর্যন্ত কেউবা ঝরে যায় কিছুদিন পরেই। জীবনের উত্থান-পতন থাকবেই। বরাবর নিজের আধিপত্য কে ধরে রাখা অনেক কষ্টের ব্যাপার। তবুও কিছু মানুষ তো থাকবেই যারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের অরজনকৃত খ্যাতিগুলো ধরে রাখতে পারে। এমনই একজন নায়িকা আমাদের দেশের পূর্ণিমা।

সেই নব্বইয়ের দশকের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত ভক্তদের মাঝে সমান মুগ্ধতা ছড়াচ্ছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তার সবর উপস্থিতি। টিকটকেও এই নায়িকা দারুণ জনপ্রিয়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় এই অভিনেত্রী ভক্তদের শেখালেন সফলতার সূত্র।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার দুটি ছবি শেয়ার করেন পূর্ণিমা। ক্যাপশনে ইংরেজি উদ্ধৃতি লিখেছেন, ‘সাকসেস অল ডিপেন্ডস অন দ্য সেকেন্ড লেটার।’ অর্থাৎ প্রথমবার ব্যর্থ হলেও পরের বার সফলতা আসতে পারে।

এদিকে, পূর্ণিমার এই পোস্ট তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৭১ হাজারের বেশি মানুষ। নানা মন্তব্যও করেছেন তার ভক্তরা।

এক নেটিজেন লিখেছেন, `চিরনতুন, চিরতরুণ, চিরসবুজ, আমাদের পূর্ণিমা। সবসময় সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ভালোবাসা নেবেন।

আরেকজন লিখেছেন, ‘অভিনয়, গায়িকা। সব গুণে পূর্ণিমা।’

দীর্ঘ বিরতির পর আবারো বড়পর্দায় ফিরছেন পূর্ণিম।

দীর্ঘ সময় পার হয়ে গেলে সভাবত মানুষের মনে ঐভাবে থাকা হয়না আগের মত। কিন্তূ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা তার ব্যাতিক্রমি। দীর্ঘদিন চলচিত্র থেকে বাইরে থেকেও যেন কমেনি একটুও জনপ্রিয়তা। ঠিক যেভাবে গেছিলেন ফিরলেনও ঠিক সেই জনপ্রিয়তার মধ্য দিয়ে। অনুসারীরা যেন বসেই ছিলেন তার আসার অপেক্ষায়। পূর্বের অর্জিত ভালোবাসাগুলো যেন একটুও ছেড়ে দেয়নি বরং আরো বেশি আপন করে নিয়েছে তাকে।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *