রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীর ১০ দিনের রিমান্ড চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ এ কথা বলেন।
ডিবি প্রধান বলেন, আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। এদিকে মির্জা আব্বাসকে শাহজাহানপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আমরা তার ৫ দিনের রিমান্ড চাইব। আর আলালকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। আমি তাকে ১০ দিনের রিমান্ডে নিতে চাই।
এছাড়া বাইডেনের ভুয়া উপদেষ্টার মামলায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সারওয়ার্দীর ১০ দিনের রিমান্ড চাইব।
এ ব্যাপারে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতারের পর গত ৩০ অক্টোবর আরফিকে কারাগারে পাঠান আদালত।