Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / এবার সেই মেয়র আব্বাসকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সাবেক কাউন্সিলরের

এবার সেই মেয়র আব্বাসকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সাবেক কাউন্সিলরের

সম্প্রতি বাংলার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে কটুক্তি করার অভিযোগে বেশ আলোচনায় আসেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী। তবে পরবর্তীতে তদন্ত চালিয়ে তার বিরুদ্ধে ওঠা এ অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই মুহুর্তে পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

আর তাই তাকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ওই পৌরসভার সাবেক কাউন্সিলর মো. খোকনুজ্জামান মাসুদ।

রোববার (২৮ নভেম্বর) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খোকনুজ্জামান মাসুদ পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়র আব্বাস বঙ্গবন্ধুকে কটূক্তি করে চরম অন্যায় করেছেন। তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে রাসিক মেয়রকে কটাক্ষ করেছেন। এরপর থেকে কাপুরুষের মতো তিনি গা ঢাকা দিয়েছেন। তাকে ধরার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি।

সাবেক পৌর কাউন্সিলর মো. খোকনুজ্জামান মাসুদ একজন ব্যবসায়ী। ২০১৫ সালের পৌর নির্বাচনে কাউন্সিলর হওয়ায় যুবলীগের পদ ছেড়েছেন মাসুদ। ২০২০ সালে তিনি কাটাখালী নির্বাচনে আব্বাসের প্রতিদ্বন্দ্বী হয়ে মেয়র পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি ৩৬ ভোট পান।

এদিকে গত শুক্রবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্রুপ মন্তব্যে করার অভিযোগ স্বীকার করে সবার কছে ক্ষমা প্রার্থণা করেন মেয়র আব্বাস। তবে তিনি যে অপরাধ করেছেন তা ক্ষমার যোগ্য না বলে মনে করছেন প্রশাসন। কেননা এর আগেও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেছিলেন মেয়র জাহাঙ্গী্র, তাকেও ছেড়ে দেয়া হয়নি।

About

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *