সম্প্রতি গত কয়েকদিন আগেই স্বপ্নের পদ্মা-সেতুর সঙ্গে মিলিয়ে সন্তানদের নাম রাখা নিয়ে রীতিমতো হিড়িক পড়ে যায় প্রায় সারা-দেশজুড়েই। আর এরই ধারাবাহিকতায় গত ২১ জুন কুমিল্লায় দুই সন্তানের জন্ম দেন সাবিকুন নাহার ঝুমুর নামে এক নারী। এরপর বেশ ঘটা করেই তাদের নাম রাখা হয়-পদ্মা ও সেতু।
তবে এরই মধ্যে এবার জানা গেল, তাদের পরিবার তাদের নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা এবং আরোহি আঁখি রেখেছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে যমজদের দাদা শুকুর আলী ও মা সাবিকুন নাহার ঝুমু বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ২১ জুন জন্মের পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল দুই সন্তানের নাম পদ্মা ও সেতু রাখেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তারা বাড়ি চলে যান। তাদের জন্মের ছয় দিন পর (২৭ জুন), দুটি শিশুর নাম পরিবর্তন করে রাখা হয় উম্মে হানি আয়েশা এবং আরোহি আঁখি। শিশুটির দাদা শুকুর আলী জানান, বিষয়টি এলাকার লোকজন ভালোভাবে নেয়নি। এলাকা থেকে ইসলামিক নাম রাখার জন্য বলা হয়। পরে বাবা সোহাগের পছন্দ অনুযায়ী দুজনের নাম রাখেন উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি।
এদিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল জানান, পরিবারের সম্মতিতে শিশু দুটির নাম পদ্মা ও সেতু রাখা হয়েছে। যদি তাদের নাম পরিবর্তন করা হয়। তাহলে এটা তাদের পরিবারের উপর নির্ভর করে।
প্রথমত তাদের নাম রাখা নিয়ে রীতিমতো পুরো এলাকা-জুড়েই চলছিল নানা আলোচনা-সমালোচনা। আর তাই সমাজে কলহ সৃষ্টি থেকে মানুষকে বিরত রাখতে তাদের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তাদের পরিবার।