সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আবারও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ওপর জোর দিয়েছে। একই সঙ্গে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে চলা প্রয়োজন। প্রতিনিধি দল মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং নাগরিক সমাজের কর্মকাণ্ডের জন্য সহায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানায়।
বুধবার (১৫ নভেম্বর) ঢাকা সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব ছাড়াও ইইউ প্রতিনিধিরা বাণিজ্য সচিব ও শ্রম সচিবের সঙ্গে বৈঠক করেন।
ইইউ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপালোনি। বৈঠকে উপস্থিত ছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা ইতিমধ্যেই ইউপিআরে (ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ) মানবাধিকারের সাধারণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি – যেমন সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নির্বিচারে গ্রেপ্তার। সেই আলোকে আমরা জানিয়েছি।
এছাড়া নির্বাচন নিয়ে আলাদা কোনো আলোচনা হয়নি। তবে আমরা বলেছি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ প্রয়োজন – সম্ভবত আজ রাতে তফসিল ঘোষণা করা হবে এবং তারপরে আমরা আশা করি সব দল অংশগ্রহণ করবে, বলে তিনি বলেন।
বৈঠকে ইইউ থেকে বাংলাদেশ কীভাবে জিএসপি প্লাস সুবিধা পেতে পারে তা নিয়ে আলোচনা হয়।