ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টা এ বৈঠক হয়।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢোকেন পিটার হাস। পরে বিকেল সাড়ে চারটার দিকে তিনি চলে যান। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। এ ছাড়া সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে বাসা থেকে বের হননি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন এবেলি গণমাধ্যমকে বলেন, তাদের বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
বৈঠক সম্পর্কে এক সংক্ষিপ্ত বার্তায় সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক প্রাণবন্ত ও বিস্তৃত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই অংশীদারিত্বকে কীভাবে সমৃদ্ধ ও গভীর করা যায় সে বিষয়ে আজ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা করতে পেরে আনন্দিত হয়েছে।