আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আরও ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার ও শনিবার (ডিসেম্বর) সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি। 29 এবং 30), একটি সপ্তাহান্তে ছুটি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সাধারণ সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বিএনপি। গত দুই মাস ধরে শুক্র ও শনিবার বাদে কর্মসূচি পালন করে আসছিল দলটি। তবে এবার শুক্র ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি বর্জন ও অসহযোগ আন্দোলন চলছে। এই কর্মসূচি আরও ২ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণযোগাযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।