সরকার ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলগুলোর ওপর নানা কৌশলে দমন-পী/ড়ন চালিয়ে যাচ্ছে। দেশের গনতন্ত্রকে হ/ত্যা করে ফ্যাঁসিবাদি সরকারে পরিণত হয়েছে। দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। রাজ পথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো হবে। জীবন দিয়ে হলেও সরকার হটাবেন নুর বলে মন্তব্য করে এ প্রসঙ্গে যা বললেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
প্রেস ক্লাবের সামনে মিছিলে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন আজ মানুষ মা/রার উন্নয়ন। গতকাল পাঁচজন গার্ডারের নিচে পড়ে মা/রা গিয়েছে। কোনো ঘটনা ঘটলে মন্ত্রীরা বলেন, তদন্ত করে ব্যবস্থা নেব। এখানেই শেষ। এটি নিয়ে আর কোনো ব্যবস্থা নেয়া হয় না।’
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, জীবন দিয়ে হলেও শেখ হাসিনা সরকার হটাব। নাটোরে শ্রমিক হ/ত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নূর বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে আইজিপিসহ সাত কর্মকর্তাকে ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে তাদের অপসারণের পরিবর্তে তাদের বেতন, গ্রেড ও সুবিধা বৃদ্ধি করা হয়েছে। প্রশাসনের নির্ভরতায় টিকে আছেন শেখ হাসিনা। শেখ হাসিনা রাজনীতি ও প্রশাসনে এই দুর্বৃত্তায়ন ঘটিয়েছেন। বাংলাদেশকে একটি মাফিয়া সাম্রাজ্যে পরিণত করেছেন।
আমরা রাস্তায় নেমেছি। তাই জীবন দিয়ে হলেও শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করব। যদি জীবন দিতে হয়, গুম হতে হয়, তাহলে হব।।’
নূর বলেন, “হ/ত্যার প্রতিবাদের নিউজ সাংবাদিকরা করছেন না। অফিস থেকে সেটা করা নিষেধ। মিডিয়া কি তাহলে পরীমনি আর ভংচং কভার করবে? তারা যা তৈরি করে দেবে, সেটাই জনগণকে খাওয়াতে চাচ্ছে। এ কারণেই আজ মিডিয়া শুধু বঙ্গবন্ধুর আলোচনা নিয়ে আছে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বঙ্গবন্ধুকন্যা হাতে ছয় শতাধিক লোক গু/ম হওয়ার বিষয়ে কোনো আলোচনা নেই। আজ শেখ হাসিনাকে খুশি রাখতে সবাই চাটুকারিতায় ব্যস্ত।
নূর আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন আজ মানুষ মা/রার উন্নয়ন। গতকাল গার্ডারের নিচে পড়ে পাঁচজনের মৃ/ত্যু হয়েছে। কোনো ঘটনা ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় মন্ত্রীরা।এ বিষয়ে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দেশের আইনপ্রণেতারা আজ আইন মানেন না।’
এ প্রতীকী লা/শের মিছিলে বক্তব্য রাখেন রাশেদ খান, ফারুক হাসান, তারেক রহমান, মাহফুজুর রহমান, মশিউর রহমানসহ যুব অধিকার পরিষদের নেতারা।
প্রসঙ্গত, সরকার ক্ষমতায় থেকে দেশের মানুষের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তারা দেশের গু/ম, হ/ত্যার রাজনীতি নিয়ে ব্যস্ত।