বাংলাদেশের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী আকবর আলী গাজী। তার গাওয়া ‘তোমার হাত পাখার বাতাসে’ এই গানটি শোনেননি এমন হয়তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না। রাজধানী ঢাকার একটি হাসপা’তা’লে চি’কি’ৎ’সাধীন রয়েছেন তিনি।
কিড’নির জ’টিল’তা নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন তিনি।
এক ফেসবুকে পোস্টে তাঁর মেয়ে অথৈ জানিয়েছে, ‘আব্বুর অব’স্থা খুব’ই খা’রাপ। দুই ‘কি’ড’নি নষ্ট হয়ে গেছে। আর কি’ড’নির অব’স্থা খা’রাপ হওয়ায় শরী’রে পানি জমেছিল। পানি জমা’র কারণে আব্বুর’ ডান পা’ ন’ষ্ট হয়ে গেছে।’
আকবর আলী গাজী দীর্ঘদিন ধরে অসুস্থ। এর আগে তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সব থেকে জনপ্রিয় মেগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার মধ্যে সবার নজরে আসেন আকবর আলী গাজী। এরপর একে একে উপহার দেন বেশকিছু জনপ্রিয় গান। বাংলা ছায়াছবিতেও গান গেয়ে প্রসংশিত হয়েছেন তিনি।