Friday , January 17 2025
Home / Entertainment / এবার শাহরুখ-পুত্রকে নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ, জানা গেল কারন

এবার শাহরুখ-পুত্রকে নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ, জানা গেল কারন

বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’ ছেড়ে গত দুই সপ্তাহেরও অধিক সময় ধরে কারাগারে দিন কাটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ-পুত্র আরিয়ান খান। মাদক সেবনের অভিযোগে গত ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তারকা-পুত্র হলেও জেলের অন্যান্য সাধারণ কয়েদিদের মতই থাকতে হচ্ছে তাকে। এমনকি তাক দেয়া হচ্ছে না পছন্দের খাবারও।

সকলের মতো সক্কাল সক্কাল উঠে পড়তে হচ্ছে তাঁকে। খেতে দেওয়া হচ্ছে জেলের সাদামাঠা খাবার। কিন্তু এই জীবনযাপনে অভ্যস্ত হতে পারছেন না ২৩ বছরের তারকা-সন্তান। জানা যাচ্ছে, জেলের খাবার খেতে পারছেন না আরিয়ান। সেখানকার নিয়মকানুনের সঙ্গেও মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তাঁর। শাহরুখ-পুত্রের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই আরিয়ানকে জেলের অন্য ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের সঙ্গে রাখা হচ্ছে না তাঁকে। পরতে হচ্ছে না জেলের পোশাক। আরিয়ান কারও সঙ্গে কথা বলছেন না। মাদক-কাণ্ডে গ্রেফতার তাঁর সঙ্গীদের সঙ্গেও দেখা করতে চাইছেন না তিনি। বর্তমানে তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। হাজতের কর্মীরা বিশেষ নজর রাখছেন তাঁর উপর।

আরিয়ানের খাওয়াদাওয়ার খরচ বাবদ মানি অর্ডারে সাড়ে চার হাজার টাকা পাঠিয়েছেন শাহরুখ। এই মুহূর্তে জেলে বাড়ির খাবার খাওয়ার অনুমতি পাননি তিনি। আপাতত সেখানকার ক্যান্টিনের খাবার খেয়ে দিন কাটছে শাহরুখ-তনয়ের। যেহেতু বিশেষ কিছু মুখে তুলছেন না, তাই তাঁর শরীর নিয়ে চিন্তায় আর্থার রোড জেল কর্তৃপক্ষ।

এইকে আদালতে একাধিকবার আবেদন করা হলেও জামিন পাননি আরিয়ান। ফলে রীতিমতো হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শাহরুখ খান। ছেলেকে জেল থেকে ছাড়াতে সর্বদা ছুটে বেড়াচ্ছেন তিনি। আর এ কারনে নিজের স্বাস্থ্যের দিকেও খুব একটা খেয়াল দিতে পারছেন না শাহরুখ।

About

Check Also

তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই

সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। ব্যাংককে চিকিৎসাধীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *