সারাদেশে লোডশেডিং নিয়ে সমালোচনার ভিড়ে এবার ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে পদ্মা সেতুর জন্য সাধারণ মানুষের হাসি আজ কান্নায় পরিণত হয়েছে। আজ চারিদিকে শুধু অভাব, বঞ্চনা আর হাহাকার। বন্যার্তদের পাশাপাশি লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে।
সরকার এত দিন বলে আসছে, বিদ্যুতে আমাদের জন্য সারপ্রাইজ। এখন বলছে, বাঁচান। দুর্নীতি করলে এমনি হয়। আমরা এখন সেই অবস্থায় আছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় পদ্মা সেতুতে গিয়ে সেলফি তোলেন। এর আগে পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তার মানে আইন তার জন্য নয়। আপনার এবং আমাদের জন্য আইন আলাদা আলাদা হতে পারে না। এর অন্যতম কারণ গণতন্ত্র। সাংবাদিকদের কথা বলার সুযোগ দিতে হবে। যত কালো আইন আছে, তুলে নিতে হবে।
বুধবার ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।