সাম্প্রতিক সময়ে সড়কের বিভিন্ন ধরনের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শিক্ষার্থীরা ‘লাল কার্ড’ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছে। নিরাপদ সড়ক আন্দোলনে নামা শিক্ষার্থীদের মধ্যে একজনকে পুলি’শ মা’রধর করছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু ওই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীকে মা’রধর করার অভিযোগ অস্বীকার করেছেন।
আজ (শুক্রবার) অর্থাৎ ৩ ডিসেম্বর সকালের দিকে রামপুরা ব্রিজের কাছে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সময় এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
রামপুরা আইডিয়াল স্কুল ও কলেজের এক শিক্ষার্থীকে পুলি’শের মা’রধরের অভিযোগ আনা হয় আন্দোলনে। এতে ছড়িয়ে পড়ে উ’ত্তেজনা। চালকদের লাইসেন্স না থাকায় গাড়ি থামিয়ে দিলে এমন ঘটনা ঘটে বলে জানায় ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, আমার ঘাড়ে চাপ দিয়ে ধরে আমার কানে ডলা দেয়। তারপর আমার কাছ থেকে ওই গাড়ির চাবি নিয়ে নেয়। আমার ব্যাগ চেক করার সময় আমি বললাম স্যার আমার ব্যাগে কিছু নেই। বলে আমারে নাকি রিমা’ন্ড দিবে। তারপর ওই পু’লিশ বলেন, ওরে চিপায় রাখো। তবে অভিযুক্ত পুলি’শ সদস্য বিষয়টি অস্বীকার করেন।
আন্দো’লনরত শিক্ষার্থীদের দাবি, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করতে হবে। আ’ন্দোলনরত শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সীমিতভাবে তাদের এই আ’ন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দো’লন অব্যাহত রাখা হবে।