গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মিরপুর ১ নম্বর এলাকা। গার্মেন্টস শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৫ নভেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকার সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মিরপুরের ১ নম্বর গোলচত্বরে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছে তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ রেখেছেন।
এ ছাড়া ক্যামেরা দেখতে আসছেন কর্মীরা। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।