গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে রগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যে সারা-দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। এ ঘটনায় নানা হতাহতের আশঙ্কা করছেন অনেকেই। এখনও নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে রীতিমতো হতাশগ্রস্থ হয়ে পড়েছেন স্বজনরা। এদিকে গত দুইদিন ধরে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
তবে এবার লঞ্চে আগুনের উৎস জানালেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। তিনি মনে করছেন ঝালকাঠিতে ‘অভিযান-১০’ নামের লঞ্চে আগুন ক্যানটিন থেকে নয়, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে।
শনিবার ( ২৫ ডিসেম্বর) সকালে আগুনে পোড়া লঞ্চ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শাজাহান খান আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদত কমিটি গঠন করা হয়েছে তাদের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, লঞ্চ কর্তৃপক্ষের ত্রুটি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ দুর্ঘটনায় এক পর্যন্ত ৪২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এখনও কোনো সন্ধান মেলেনি অনেকের। তবে নিখোঁজদের সন্ধান পেতে রীতিমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে প্রিয়জনদের হারিয়ে শোকের ছায়ায় ভাসছেন স্বজনরা। তাদের এ অকাল মৃত্যু কোনো ভাবেই মানতে পারছেন না তারা।