বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার কথা বলেছে। কিন্তু পরবর্তীতে এই সকল রাজনৈতিক দল তাদের প্রতিজ্ঞা উপেক্ষা করে রাজনীতিতে অংশ নেবে এমনটা সম্ভাবনার কথা বলে অনেকটা হেয় করে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ বিষয়ে তিনি সেই সব দলকে ভিন্ন নাম দিয়ে আখ্যায়িত করেও কথা বলেছেন।
সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, যারা বলেছেন নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না, তারা যদি এই সরকারের অধীনে নির্বাচনে যায় তাহলে তারা জাতীয় বেঈমান এবং নর্দমার কীটে পরিণত হবেন।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নূর বলেন, দেশের সব সংকটের মূলে আওয়ামী লীগ সরকার। তারা ভারতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনারও এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার ষড়য’ন্ত্রে লিপ্ত।
সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশকে ভারতের শৃঙ্খলে বেঁধে রাখতে চাইলে জনগণ তা হতে দেবে না। তারা রাস্তায় নেমে আসবে। ভারতের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। প্রয়োজনে প্রাণ দেবো, ইলিয়াস আলীর মতো নিরুদ্দেশ হবো।
সরকার ঋণের নামে মিথ্যাচার করছে অভিযোগ করে সাবেক এই ভিপি বলেন, সরকার আগে বলেছিল ঋণ লাগবে না, পরে তারা ৬৬ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে। অথচ সরকারের নেতাকর্মীরা প্রতিবছর ৭২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
নুরুল হক নুর তার বক্তব্য দেয়ার সময় বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে অচিরেই তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং বাইরের রাষ্ট্রের নিকট দেশকে ছোট করে তিনি কথা বলেছেন, এজন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, এমনটি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী যেটা করেছেন সেটা কোনভাবেই গ্রহনযোগ্য নয় এত গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের মন্ত্রী হয়ে।