“বিএনপি আন্দোলনের ভয় দেখিয়ে যাচ্ছে, আ’/ন্দো’/লনের ইস্যু সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু আমি বিএনপির কোনো আ’/ন্দো’/লনে ভী’ত নই,” তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপি নেতাদের উদ্দেশ্য করে এমনটাই বলেন। এ সময় বিএনপির নেতৃত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে ডা. মুরাদ হাসান বলেন, আমরা মুক্তিযু’দ্ধের নেতৃত্ব দেওয়া, মুক্তিযু’দ্ধের সমর্থক দল, তাদের আ’/ন্দো’লনের ভ’য় দেখানোর জন্য আমরা ভী’/ত নই।’
‘
চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ আয়োজিত শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত সোমবার অর্থাৎ ১৮ অক্টোবর আয়োজিত সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব কথা বলেন।
এসময় বিএনপি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশকে ধ্বং’/স করেছে জিয়া পরিবার। দেশে দুর্নী’তির বীজ বপন করেছে তারাই। তারা আ’/ন্দো’/লনের ভ’য় দেখায় আমাদেরকে! তাদের মনে রাখা উচিত যে আমরা মুক্তিযু’দ্ধের নেতৃত্বদানকারী দল, তাদের আ’ন্দো/লনের ভ’/য় আমরা পাইনা।
তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসময় আরও বলেন, আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে রাজনীতি করি। মেরুদণ্ডহীন মির্জা ফখরুল আর খোঁড়া রিজভী আমাদেরকে আ’ন্দো/লনের ভ’য় দেখায়। কাদেরকে দেখায়? মুক্তিযু’দ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকন্যাকে, ডা. মুরাদ হাসানকে?
এসময় ডা. মুরাদ হাসান আরও বলেন, আমার মন্ত্রীত্ব থাকবে কি না, তা আপনাকে বলার অধিকার কে দিয়েছে? ডা. মুরাদ হাসান বলেন, একাত্তরের পরাজিত শক্তি তোমরা আবারও পরাজিত হবা। ৫০ বছরেও বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবা না। আমরা বেঁচে থাকতে এটা হবে না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাস্ট্রধ’র্ম নিয়ে কথা বলে সমালোচনায় পড়েন প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তার বক্তব্যের পর বিএনপির অনেক নেতা তাকে নিয়ে কথা বলার পর তিনি এমন ধরনের মন্তব্য করেন। মুরাদ হাসান ২০০৮ সালে জামালপুর-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০ মে ২০১৯ তারিখে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১৮ সালের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।