সারাদেশে দ্রব্যমূল্যের দাম যতটা না বেড়েছে দোকানদারা অন্যায় ভাবে অধিক মূল্যে নির্ধারিত দামের তূলনায় দাম বেশি রাখছে ক্রেতাদের থেকে। এবার এসব বিষয় নিয়ে কঠোর সিন্ধান্ত নিয়েছে টিপু মুন্সি। তবে গনমাধ্যমে এসে দোকানদারদের নিয়ে তার সিন্ধান্ত প্রকাশ করেন।
গনমাধ্যম দ্বারা দোকানদারদের উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অযৌক্তিকভাবে কোনো পণ্যের দাম বাড়ালে জরিমানাসহ সরাসরি মামলা করা হবে।
৩০ আগস্ট মঙ্গলবার মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেছেন: চাল, ডাল, তেলসহ গুরুত্বপূর্ণ ৯টি পণ্যের দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন। নির্ধারিত মূল্যের বেশি নিলে জরিমানা হবে এবং প্রয়োজনে সরাসরি বিচার হবে। কেউ ক্রেতাদের থেকে অন্যায় ভাবে দাম বেশি রাখলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ায় বাংলাদেশে আমদানিকৃত দ্রব্যমূলের দাম বৃদ্ধি পেয়েছে এটা বাস্তব। তবে অনেক অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়জোনীয় দ্রব্য সিন্ডিকেট করে বাজা চড়া দামে তা বিক্রি করছে বলে হাজারো অভিযোগ রয়েছে। যার জন্য এবর টিপু মুন্সি সকল খুচরা দোকানিদের সতর্ক করে এই সিন্ধান্তের কথা গনমাধ্যম দ্বারা সবারা মাঝে ছড়িয়ে দিয়েছে।