Thursday , January 9 2025
Breaking News
Home / Countrywide / এবার মালয়েশিয়া থেকে মিলল বড় ধরনের দুঃসংবাদ

এবার মালয়েশিয়া থেকে মিলল বড় ধরনের দুঃসংবাদ

এ বছর মালয়েশিয়া ৩৫ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া কমপ্লেক্সে বিশেষ অভিযান শেষে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৮০২ জন অবৈধ অভিবাসীকে (আইনি কাগজপত্র ছাড়া) নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে অভিবাসন বিভাগ।

এ ছাড়া একই সময়ে সারাদেশে ৯ হাজার ১৬৪টি অভিযান চালিয়ে ১ লাখ ৩ হাজার ১২৪ জন অভিবাসীর নথিপত্র যাচাই করা হয়েছে। এদের মধ্যে বৈধ কাগজপত্রের অভাবে ৫৮ হাজার ৭৭৪ জন বিদেশি অভিবাসী ও ২৮৯ নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার, কুয়ালালামপুর কমপ্লেক্স কোটারায়ায় একটি বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

অভিবাসন বিভাগ বলেছে যে আটককৃতদের মধ্যে অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। নিয়োগকর্তার কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কাজের ভিসা ব্যবহার করে দেশে নিজের ব্যবসা চালানো একটি গুরুতর অপরাধ।

বৃহস্পতিবার আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীন থেকে শিশুসহ ২১৫ নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। সাত মাস থেকে 70 বছর বয়সী সকল আটকদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

About Babu

Check Also

একদিন নোবেল পুরস্কার খালেদা জিয়ার পায়ের কাছে এসে পড়বে: বিএনপি নেতা

বিএনপির সাংগাঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, একদিন নোবেল পুরস্কার বেগম খালেদা জিয়ার পায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *