গত কয়েক বছর আগে মালদ্বীপে কাজের সুবাদে হাব্বা আহমেদ নামে এক তরুণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে কুমিল্লার ছেলে মোহাম্মদ রাসেলের সঙ্গে। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। আর এরই জের ধরে এবার ভালোবাসার টানে সূদুর মালদ্বীপ থেকে কুমিল্লায় ছুটে এলেন ঐ তরুণী।
তরুণী হাব্বা আহমেদ বরুড়া উপজেলার পায়েলগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেলকে বিয়ে করে নিজ দেশ মালদ্বীপ থেকে চলে আসেন।
বুধবার (২৭ জুলাই) রাসেলের সাথে কথা বলে জানা গেছে যে রাসেল ২০১৪ সালে মালদ্বীপে গিয়েছিল। কাজের মাধ্যমে মালদ্বীপের মালে সিটিতে ২০১৯ সালে করোনার শুরুতে হাব্বার সাথে তার দেখা হয়েছিল। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০২১ সালের অক্টোবরে সেখানে তাদের বিয়ে হয়। রাসেল ২৪ জুলাই মালদ্বীপ থেকে হাব্বা আহমেদের সঙ্গে বরুড়ায় আসেন।
রাসেল বলেন, হাব্বা আহমেদ মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে। মালে সিটিতে হাব্বা আহমেদের পরিবার ও রাসেলের আত্মীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
পায়েলগাছা ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শুনেছি রাসেল প্রেমের টানে মালদ্বীপের এক মেয়েকে বিয়ে করেছে। এখন দেশে আনা হয়েছে। আমি এখনো যাইনি, আজ বিকেলে যাব।’
এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই মুহুর্তেই রাসেলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন পুরো গ্রামের মানুষ। বিদেশি গৃহবধুকে এক নজর দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই।