ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধা মঞ্চের সিলেট জেলা সহ-সভাপতি আবদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- কনটেন্ট ক্রিয়েটর নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবুক পেজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র অ্যাডমিন শাকিল আহমেদ, মো: হাসান মিয়া (হাসান), মো: আবদুল হাদী ও মো. রেজাউল করিম।
ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি জোন সিলেটকে নির্দেশ দেন। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও সিলেট জেলা বারের অ্যাডভোকেট টিপু রঞ্জন দাস।
জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ফেসবুকে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করায় মামলা করা হয়।