বাংলাদেশের বিমান নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা ধরনের আলোচনা সমলোচনা। একের পর এক বিতর্কিত ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশ বিমানে। এই তো কয়েক সপ্তাহ আগে, মাতাল হয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে শৌচকাজ করেছিলেন এক মহিলা যাত্রী। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে গত সপ্তাহে। তার পরেই তোলপাড় শুরু হয়। এদিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে মারামারি হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে একজন ন”গ্ন ব্যক্তিকে ফ্লাইটের আরেক যাত্রীকে মা”র’ধ’র’ করতে দেখা যাচ্ছে। বিজনেস টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে। তবে কখন বা কোন পথে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
Another "Unruly Passenger" ?
This time on a Biman Bangladesh Boeing 777 flight!?♂️ pic.twitter.com/vnpfe0t2pz— BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) January 7, 2023
ভিডিওতে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এক যুবক কিছু একটা টানছে। ধারণা করা হচ্ছে কোনো কিছুর মালিকানা বা আসন নিয়ে মারামারি হয়েছে। তবে ভিডিওতে সিটে বসা যাত্রীকে দেখা যায়নি। ভিডিওটিতে তিনি যাত্রীকে খালির গায়ে চ’ড়’ ‘মা’রা’র’ ‘দৃ’শ্য’ ধরা পড়েছে। এদিকে বিমানের অন্য যাত্রীদেরও উঠে আসতে দেখা যায়। তারা দুজনকে আটকানোর চেষ্টা করে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে বিমানে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি, নিউইয়র্ক-দিল্লি রুটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৭০ বছর বয়সী এক মহিলার শৌচকাজ করেন এক যাত্রী।
আরেকটি ঘটনায়, একজন ‘মাতাল’ পুরুষ যাত্রী একজন মহিলা যাত্রীর কম্বলে শৌচকাজ করেন। প্যারিস-দিল্লি রুটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ব্যাঙ্কক-কলকাতা রুটে থাই স্মাইল এয়ারওয়েজের একটি ফ্লাইটেও মারামারি হয়েছিল।
এদিকে পাইলটের সঙ্গে তর্কবিতর্কের পর এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটে। হিংস্র লোকটি বিমানের পাইলটের শার্টের কলার চেপে ধরে।
আর এ সব ঘটনা গুলো এখন বেশ সমালোচনার মুখে ফেলে দিয়েছে বাংলাদেশ বিমানকে। আর এই সব কিছু পেছনে অনেকেই দায়ী করছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনাকে।